ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার দিন আজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতল শ্রদ্ধায় অবনত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ ভাষা শহীদদের স্মরণের দিন। ১৯৫২ সালের এ দিনে হায়েনার বুলেটকে তুচ্ছ করে মাতৃভাষা রক্ষার আন্দোলনে রাজপথে নেমেছিল ছাত্র-জনতা। রক্ত দিয়ে আদায় করেছিল আপন ভাষায় কথা বলার অধিকার। মুক্তি-সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় সেটিই ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর দুর্গে প্রথম পরাজয়ের আঘাত।

এ বছর জাতি মাতৃভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ করছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এদিনে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ তৎকালীন শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল। যেন ভাষার দাবিতে সেদিন বান ডেকেছিল ঢাকার পথে পথে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলে। সেই শঙ্কা থেকেই শাসকগোষ্ঠী সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। এতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ অনেকে শহীদ হন।

আর তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে পাকিস্তানের শাসক বাহিনী রাজপথ রাঙিয়ে ছিল তাজা রক্তে। তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগ জাতি হিসেবে আমাদের আজ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় করেছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ২০০০ সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে সারাবিশ্বে। আমাদের দেশে এটি শহীদ দিবস হিসেবে পরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন।

দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা ভাষা শহীদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়েছেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। তবে করোনার কারণে যাবতীয় অনুষ্ঠান কিছুটা সীমিত করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত