নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ পর্যন্ত দায়িত্বে থাকছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন প্রশাসন শাখার উপ সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জাতীয় সংসদ উপনির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা হতে উল্লিখিত স্মারকে বর্ণিত ১৩ (তেরো) জন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটগণকে নিয়োগ/বদলি করে তাঁদেরকে যোগদান/অবমুক্ত করার নিমিতে সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয়। জেলা প্রশাসক, নোয়াখালী ও জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে ১৬ জানুয়ারি ২০২২ তারিখের পরে এবং বাকী ১১ (এগার) জন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটগণকে পত্র প্রাপ্তির পরে সুবিধাজনক সময়ে নতুন কর্মস্থলে যোগদান/অবমুক্ত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এর আগে ৫ই জানুয়ারি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: মোস্তাইন বিল্লাহকে বদলি করে তার স্থলাভিষিক্ত হয়ে আসছেন চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: মঞ্জুরুল হাফিজ। নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।
উল্লেখ্য, গত ২০২১ সালের ৪ঠা জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো: মোস্তাইন বিল্লাহ দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন। নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনের ভোটের আগেই ১ বছরের মাথায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো।
এদিকে, জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মো: মোস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। গত ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন। মোস্তাইন বিল্লাহ বিল্লাহ মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।