‌বি‌পি‌জেএ’র না.গঞ্জ সভাপতি কচি ও সম্পাদক এনামুলসহ নবকমিটিকে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বি‌পি‌জেএ) নারায়ণগঞ্জ এর সভাপতি মাহামুদ হাসান কচি এবং সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী‌সহ নবগ‌ঠিত ক‌মি‌টিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শনিবার (১৩ এপ্রিল) রাতে চাষাড়া বালুর মাঠ এলাকাস্থ দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকা কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়কে ফু‌লের তোড়া দি‌য়ে ক‌মি‌টি‌র সেদস্য‌কে অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত লিংকন, দৈনিক অগ্রবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ রাশিদ চৌধুরী, দৈনিক অগ্রবাণী পত্রিকার চীফ ফটো সাংবাদিক মিজানুর হক পাভেল, নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম এর ফটো সাংবাদিক জুয়েল আলী প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে শহরের জামতলাস্থ হীরা ড্রাগন প্যালেসে অনুষ্ঠিত এসোসিয়েশন জেলা শাখার বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি ঘোষনা দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজল হাজরা মাহমুদুল হাসান কচিকে সভাপতি এবং এনামুল হক সিদ্দিকীকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, প্রচার সম্পাদক বিশাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক হাসান-উল-রাজিব নিবার্হী সদস্য ০১. হাজী হাবিবুর রহমান শ্যামল, ০২. পাপ্পু ভট্টাচার্য্য, ০৩. কে এইচ মিলন, ০৪. আরিফুর রহমান ও ০৫. কাজী আলমাছ।

add-content

আরও খবর

পঠিত