নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ৬০টি কেন্দ্রের ফলাফলের সর্বশেষ তথ্য পাওয়া গেছে। এতে আওয়ামীলীগের প্রার্থী (নৌকা) শামীম ওসমান পেয়েছেন ১ লাখ ৬ হাজার ২২৪ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বি বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) মনির হোসাইন কাশেমী পেয়েছেন ১৯ হাজার ১৮৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শত ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শত ৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১।
উল্লেখ্য, রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।