৫টি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ৫টি আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থীরা দলীয় মনোনয়ন চিঠি জমা দিয়েছেন। ৯ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে চূড়ান্ত মনোনয়ন চিঠি জমা দেন।

প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ আসনের জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ-৫ আসনের নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম।

মনোনয়ন সম্বলিত চূড়ান্ত চিঠি জমা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে তার আইনজীবী এড. আব্দুর রহিম, সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টিটু মনোনয়ন চিঠি জমা দেন। বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় নাগরিক ঐক্যের এসএম আকরামের পক্ষে কেন্দ্রীয় নাগরিক ঐক্য প্রধান সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার মনোনয়ন চিঠি জমা দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান।

আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা ইকবাল কবির, জেলা গণফোরামের দেলোয়ার হোসেন চুন্নু, মহানগর বিএনপির সহ-সভাপতি সরকার হুমায়ূন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত