৩৬ বছর ধরে সেহরী খেতে আহ্বান করছেন শামীম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র্দীঘ ৩৬ বছর যাবত পবিত্র রমজান মাসে সেহরী খেতে আহ্বান করছেন মো. শামীম। আমলাপাড়ার এই বাসিন্দা মাত্র ১০ বছর বয়স থেকেই রোজা রাখার জন্য মুসলমান ভাই বোনদের ডেকে থাকেন। বর্তমানে তিনি একজন সোনালী ব্যাংকের কর্মচারী। পুরো মাস জুড়েই মধ্যরাতে একটি রিক্সাযোগে মাইক লাগিয়ে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে সেহরী খেতে আহ্বান করে থাকেন তিনি। মো. শামীম ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করেন।

এর বিনিময়ে কোন র্অথ নেন না। তার ইচ্ছা আমৃত্যু প্রতি রমজান মাসে এ কাজটি করে যাবেন। তিনি শুধু সকলের কাছে দোয়া চেয়েছেন। তার এই মহতী কাজে সহযোগীতা করেন কাজল বেগম নামের এক নারী সহ শাকিল, বাবু ও রাজা নামের উদ্যোগী জনসেবী।

add-content

আরও খবর

পঠিত