নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২৪ তম আন্ত:ক্লাব শ্যূটিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব শ্যূটিং দল। আগামী ২৮-৩১ জুলাই গুলশান শ্যূটিং ফেডারেশনের রেঞ্জে প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছে।
এ প্রতিযোগিতায় ৮ সদস্যের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল অংশ গ্রহণ করছে। .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল ইভেন্টে ফারহানা রহমান ফারাবী ও এস এম সাজ্জাদ হায়দার রোহান .১৭৭ ম্যাচ এয়ার রাইফেল ইভেন্টে মো: আলী চৌধুরী নুর ও শম্পা রানী সাহা .১৭৭ এয়ার পিস্তল মো: আবদুল্লাহ আল রিদওয়ান ও সানজিদা ইসলাম তমা এবং ২২ রাইফেল ইভেন্টে আশা সুলতানা রিমি ও মেহজাবিন তামান্না রিমি অংশ গ্রহণ করবে। টিম ম্যানেজার কাম কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লাবের প্রাক্তন শ্যূটিং সম্পাদক মো: শফিকুজ্জামান ।
২৭ জুলাই শনিবার বিকাল ৪ টায় বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের উদ্দ্যোশে শ্যূটিং টিম নারায়ণগঞ্জ ত্যাগ করেন। শ্যূটিং টিমকে বিদায় জানান, ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, কার্যকরি সদস্য এহসানুল হাসান নিপু ও শ্যূটিং কমিটির সদস্য মোদাচ্ছেরুল হক দুলাল এবং ক্লাবের জাতীয় শ্যূটার সুরাইয়া আক্তার।