নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আগামী ২২ জুন সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে অনুর্ধ-১২ ক্রিকেট কার্ণিভাল ২০১৯ অনুষ্ঠিত হবে। অনুর্ধ-১২ ক্রিকেট কার্ণিভাল থেকে বাছাইকৃত শিশুদেরকে(সর্বোচ্চ ১৫জন) নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে একটি ৭ দিনের মৌলিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ জুন সকাল ৮ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে খেলোয়াড়দের বয়স যাচাই করা হবে। অনুর্ধ-১২ (যাদের বয়স ২২ জুন ২০০৭)। আগ্রহী খেলোয়াড়দের জন্মসনদ ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।