নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প ইেন-এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২নং বাবুরাইল সাদা দল ও হলুদ দল এর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার সকালে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে দু দলের এ প্রীতি ম্যাচে হলুদ দলকে পরাজীত করে সাদা দল বিজয়ী হয়। মো. সেতু এর সাবির্ক সহযোগীতায় অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোবারক হোসেন (ইদু), বিন ইয়ামিন জীবন, ইমরার হোসেন শুভ, রানা ও রফি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আহসান আল হোসাইন ববি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরিফ উদ্দিন সজীব, নুরু মামা। খেলা পরিচালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ফারুখ হোসেন ও নুরু মিয়া।
সাদা দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন, অধিনায়ক আরমান ও সহ অধিনায়ক মোবারক হোসেন(ইদু) এবং হলুদ দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন অধিনায়ক ইমরার হোসেন শুভ ও সহ-অধিনায়ক রাজীব।
খেলা শেষে আগত বক্তারা বলেন, এই ধরনের প্রীতি ম্যাচ যুবসমাজের মধ্যে এক সঙ্গে মিলেমিশে কাজ করার সুযোগ তৈরি করে। একইসাথে খেলা শেষে সবার মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। তাই আমার মনে হয় এমন আয়োজন আরও বড় পরিসরে হওয়া উচিত।
খেলায় অংশগ্রহনকারী খেলোয়াররা বলেন, এই খেলার মূল উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে ভালো একটা বোঝাপড়া করা এবং শরীরকে ভালো রাখা। ভবিষ্যতে আমরা সবাই মিলে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করবো। আলোচনা সভা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।