নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ১৬ বছরে পা রাখলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ওয়েবসাইটটি। বহুল ব্যবহৃত এই ওয়েবসাইটটি এর যাত্রা শুরু করে সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাত ধরেই। ২০১৮ সালের হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডর্ম রুমে (দ্যা ফেসবুক) নামে নির্মিত ও ব্যবহৃত এই ওয়েবসাইটের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩২ কোটি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে যোগাযোগ ও একত্র করার পরিকল্পনা করে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এই পরিকল্পনা থেকেই পরবর্তীতে জন্ম নেয় (দ্যা ফেসবুক) নামের ওয়েবসাইটটি। এরপর ধীরে ধীরে পুরো বিশ্বজুড়ে বাড়তে থাকে এর ব্যবহারকারীর সংখ্যা। ব্যবহারকারীর সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে প্রতিষ্ঠানটির বাজারদর এবং মুনাফা। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির এক হিসাব মতে, ১৫ বছরের যাত্রা শেষে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪৭২.৯৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪৭ হাজার ২৯৩ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ ৮৩ হাজার ৪৪০ কোটি টাকারও বেশি।
বর্তমানে প্রতিষ্ঠানটির সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোট মুনাফা ছিল ২২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ২০১৭ সালের মোট মনাফার প্রায় ৩৯ শতাংশ বেশি। ফেসবুকের হিসাব মতে, এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে। এছাড়াও ২০১৮ সালে মাসে অন্তত একবার লগ ইন করা মানুষের সংখ্যা ৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটি।
বিভিন্ন সময়ে ক্ষতিকর কন্টেন্ট ছড়ানো এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা না করা সংক্রান্ত নানা কেলেঙ্কারি সত্ত্বেও গতবছর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো। তবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক