নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যারা ২০১৭ সালে জাতীয় পরিচয় পত্র করার জন্য তথ্য পূরণ ও ছবি তুলেছে তাদের জাতীয় পরিচয় পত্র মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর র্কার্যালয় থেকে বিতরণ শুরু করা হয়েছে। সকালে পরিচয় পত্র বিতরন উদ্বোধন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। পরিচয়পত্র সংগ্রহ করার জন্য অবশ্যই ছবি তোলার সময় দেয়া রশিদ জমা দিতে হবে। কারো রশিদ হারিয়ে গিয়ে থাকলে তাকে সংশ্লিষ্ট থানায় জিডি করে জিডির কপি সংঙ্গে আনতে হবে। একজনের পরিচয়পত্র আরেকজন সংগ্রহ করতে পারবে না।