নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামালের ছেলে নাহিন মুজতবাকে ১২ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিশন পাড়ার বাড়ি থেকে তাকে পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন এটিএম কামাল।
তবে, সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, নাহিন মুজতবাকে আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
এদিকে থানা থেকে নাহিনকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে মো. কামরুল ইসলাম জানান, যেই ঠিকানা জানার জন্য নিয়ে আসা হয়েছিলো তাকে সে সেটি চেনে না। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
যদিও এটিএম কামাল দাবি করেছিলেন, পুলিশ তাকে আটকে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে না পেয়ে তার নিরিহ ছেলে নাহিন মুজতবাকে নিয়ে যায়।