নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাঙালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক দিবস পালন করেছে ১১নং ওর্য়াড এর আজমেরী ওসমান সর্মথরা। বুধবার (১৫ আগস্ট) খানপুর এলাকায় এ আয়োজন করেন অলিদ, মনির, সনেট, মিঠু, শাকিল, সানি, ইফাদ, আশিক।
এ উপলক্ষে ১১ নং ওয়ার্ডে গরীবদের খাবার বিতরণ করেন পারভীন ওসমান ও আজমেরী ওসমান।