১লা বৈশাখে না.গ‌ঞ্জে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কাজী শমসের উদ্দিন বলেছেন, পহেলা বৈশাখকে কন্দ্রে করে নারায়ণগঞ্জ এলাকায় যত অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বাহ্যিক নিরাপত্তা বিধানের জন্য এবার র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পর চাষাড়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে র‌্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি আরো বলেন, আমাদের টহল এবং সাদা কাপড়ের গোয়েন্দারা থাকবে। আমি আপনাদের মাধ্যমে সকলকে আহব্বান করবো আপনারা নিশ্চিন্তে এবং নির্ভয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদান করবেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য সদা প্রস্তুত আছি। আমরা চেষ্টা করবো যাতে এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর আমরাও এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো।  অতীতে বিভিন্ন সময়ে এই দিনটিতে যেসব অনাকাংখিত নাশকতার ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে র‌্যাব সতর্ক রয়েছে।

তিনি বলেন, আগামীকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কমপক্ষে ১৫০ থেকে ২০০ ফোর্স মাঠে থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে নৌ পথেও টহল টিম থাকবে। অনুষ্ঠানগুলো যেহেতু শহর কেন্দ্রীক তাই  আশা করিনা নৌ পথে কোন সমস্যা থাকবে।

add-content

আরও খবর

পঠিত