নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজালাল আর নেই। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন। মরহুমের মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি এসোসিয়েট সাইদুর আহাম্মেদ স্বপন, সিনিয়র সহ সভাপতি জেনারেল মো. কবির হোসেন, পরিচালক আলহাজ্ব মো. আব্দুল হাই,আলহাজ্ব শেখ নাছির উদ্দিন, আলহাজ্ব আতাউর রহমান ও সাবেক পরিচালক হাজ্বী মো. শফিউদ্দিন আহাম্মেদ সোহেল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, তিনি দির্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় ভূগতেছিলেন । গত রাতেই মার্চ অসুস্ততা বোধ করলে স্বজনরা তাকে প্রথমে পিজি হাসপাতালে নিয়ে যান।পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার (১৩এপ্রিল) নারায়নগঞ্জ মাসদাইরস্থ কবরস্থানে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে দাফন করা হবে। মূত্যু কালে তিনি স্ত্রী সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান।