হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যাকারী টার্গেট সাগর গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যাকারী টার্গেট সাগরকে ফরিদপুরের কোতয়ালি ত্থেকে বুধবার রাতে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে তাকে আদলাতে পাঠানোর প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত সাগর ওরফে টার্গেট সাগর দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকার রাজ্জাক মিয়া ছেলে।

সদর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

এর আগে ২৮ জানুয়ারি রাতে একটি ব্রেসলেট নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে হোসিয়ারি শ্রমিক সিয়ামকে নিলয় ও সাগরসহ কয়েকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ ডিআইটি কলোনির পেছন থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই নিলয়কে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত