নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ হেফাজত ইসলাম ও এই সংগঠনের নেতাকর্মীর সাথে আমার কোন ব্যাক্তিগত বা রাজনৈতিক ভাবে কোন সম্পর্ক নেই বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সম্প্রতি একটি জাতীয় পত্রিকার খবরে সাংসদ লিয়াকত হোসেন খোকাকে জড়িয়ে তার সংশ্লিষ্টতাসহ স্থানীয়ভাবে পৃষ্টপোশকতা হিসেবে উল্লেখ করায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবী করেন।
সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, ওই প্রতিবেদনে আমার নাম উদ্দেশ্য প্রনোদিতভাবে ও অপ্রাসঙ্গিকভাবে জড়ানো হয়েছে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে কওমী সনদ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোনারগাঁ বারদী এলাকায় মরহুম আল্লামা শফির উপস্থিতিতে শোকরানা সভা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ানুষ্ঠানে আমি সংসদ সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। পরবর্তীতে আল্লামা শফির মৃত্যুর পর আমিনপুর মাঠে তার জীবনাদর্শ শীর্ষক স্বরন সভা ও দোয়ানুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। এরপর থেকে হেফাজতের কোন অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। সোনারগাঁ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে হেফাজত ইসলাম আমাকে প্রধান অতিথি করায় আমি দ্বিমত পোষন করে অনুষ্ঠান বন্ধ করে দেই। এরপর পৌরসভার দরপত্র এলাকায় হেফাজত ইসলামের আয়োজনে একটি ওয়াজ মাহফিলে আমাকে প্রধান অতিথি করলে আমি ওই ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করিনি। এরই মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ইস্যুতে বিভিন্ন নেতিবাচক বক্তব্য ও কর্মকান্ডের কারনে সোনারগাঁয়ে তাদের আর কোন কর্মসূচি পালন করতে দেই নাই। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট সম্পর্কে আমার বক্তব্য ভাইরালের সঙ্গে হেফাজতের বর্তমান ঘটনা প্রবাহের কোন সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি বিদ্বেষী একটি কুচক্রীমহল ব্যাক্তিগত ও রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের লক্ষ্য নিয়ে আমাকে বিতর্কিত করতে এমন বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও রাজনৈতিক মতাদর্শের পরিপন্থী। একজন সংসদ সদস্যকে জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশে আমি অত্যন্ত মর্মাহত।