নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমার দায়বদ্ধতা আছে। কারণ আজকে আপনারা আমাকে ভিআইপি হিসেবে সম্মানিত করেছেন। সারাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে সাড়ে ৩শ মানুষকে আল্লাহ এই সম্মানিত করেছেন। হুকুম দিয়েছেন আল্লাহ তামিল করেছেন আপনারা। তার উপরে শুধু ভিআইপি সম্মানই দেননি সাথে আবার বেতনও দেন, আরো অনেক ফ্যাসিলিটিস (সুবিধা) দেন। তাহলে দায়িত্বটা আমাদের কিন্তু থাকেই। শনিবার ( ২২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ফতুল্লার তুষারধারা এলাকায় পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ৯৬ তে যখন এমপি হয়েছিলাম তখন এমপিদের মধ্যে সর্বোচ্চ ২৬শ কোটি টাকার কাজ করেছিলাম। এবার যখন আসলাম সবাই জিজ্ঞাসা করলো টার্গেট কি আমি বললাম গতবারের রেকর্ড ভাঙবো। এখন পর্যন্ত ৭ হাজার ৪০০ কোটি টাকার কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি আল্লাহর হুকুমে। গত পরশু দিনের আগের দিন পার্লামেন্টে বসে সকল এমপিদের সাথে প্রধানমন্ত্রী কথা বলছিলেন। উন্নয়ন নিয়ে কথা উঠার পর তিনি বললেন, আগে মানুষকে শান্তি দাও। মানুষ টাকা চায়না, পয়সা চায়না, রাস্তাঘাট চায়না কিন্তু শান্তি চায়। মানুষ চায় আমি আমার মত কামামু আমার ঘরের মধ্যে যেন সন্ত্রাসী চোর ডাকাত না আসে। আমার জমি আমি কিনলাম আমার জমিতে যেন সাইনবোর্ড না পড়ে, ওয়ারিশ এটা সেটা।
এমপি শামীম ওসমান বলেন, আমাকে ভোট দেন আমি বলবোনা, আমি ভোট চাইও না। আম গাছ লাগাইলে আম খাবেন, জাম গাছ লাগালে জাম খাবেন আর কাঠাল গাছ লাগালে কাঠাল খাবেন। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে কেউ একটা মাদক বিক্রি করতে পারবেনা, সন্ত্রাসী করতে পারবেনা জঙ্গীবাদী করতে পারবেনা। আপনারা দুই হাত তুলে কথা দেন, আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, সকলের তথ্য দেন পুলিশকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরের (পিপিএম) সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী হাসান ইমরান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর আওয়ামীলীগ নেতা জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা প্রমুখ।