হায়নারা হামলা করে খ্যান্ত হয় নাই, ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে : হেলাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে ২১শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনটির অস্থায়ী কার্যালয় বি.বি রোডস্থ হক প্লাজায় এ আয়োজন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাকিরুল আলম হেলাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জনাব এইচ.এম রাসেল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির মহানগরের সভাপতি জনাব হামদান উর রহমান শান্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল আলম হেলাল বলেন, রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগষ্ট আজ। বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এই দিনে শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করার উদ্যেশ্যে সেইদিন এই নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত করেছিলেন তৎকালীন বি.এন.পি জামাতের হায়নাদের দল। হায়নারা সেদিন হামলা করে খ্যান্ত হয় নাই এখনো চলছে গভীর ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

তিনি সেই সাথে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নানাবিধ সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উক্ত সংগঠনকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের জেলার আহবায়ক জনাব এইচ এম রাসেল বলেন , ১৯৭৫ এর ১৫ই আগষ্ট জাতির জনককে হত্যা আর ২১ শে আগষ্ট ২০০৪ দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সবকিছুই একি সুতায় গাথা এবং তাদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানাই।

আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম কাদের,বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নাঃগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মোতালিব,যুবলীগ নেতা মোঃমিশুয়েল, যুবলীগ নেতা এস,এম রিপন হোসেন,মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নাঃগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক বাবুল মোল্লা,সাব্বির হোসেন আকুল,মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নাঃগঞ্জ জেলার সদস্য সচিব জে,আর,রাসেল,,দারুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নাঃগঞ্জ মহানগরের সহ-সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ অর্থ সম্পাদক নোমান আল কাদরী,ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম খান,মোঃআলমগীর, রমজান মিয়া,জেলার সদস্য এইচ, এম,ফয়সাল, ইয়াসীন চৌধুরী,অনিক,আদিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত