হাসপাতালে সিগেরেট খেতে বাধা দেয়ায় ৪ জনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর ৩০০ শয্যা হাসপাতালের ভিতরে সিগেরেট খেতে বাধা দেয়ায় ওয়ার্ড মাস্টারসহ চারজনকে পিটিয়ে আহত করেছে মো. মোহন মিয়া নামে এক যুবক। মোহন মজিদ খানপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার (৮ মে ) সকালে এ ঘটনা ঘটে।

হামলায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার শেখ আনসার, মাসুম ভূইয়া, মন্নু লালসহ চারজন আহত হয়েছে। পরে দুপুরে আহত শেখ আনসার বাদী হয়ে মো. মোহন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ওয়ার্ড মাস্টারসহ চারজনকে মারধর ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে মো. মোহন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা নেয়া হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত