নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বৃহষ্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, সুশাসন, ন্যায়বিচার, মাদকমুক্ত, নিরক্ষরমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের ভুলে গেলে চলবেনা ভোট একটি পবিত্র আমানত। অপাত্রে ভোট দিয়ে এই আমানতের খেয়ানত কোন মুসলমান করতে পারেনা। ঈমানের হেফাজত, দেশের স্বার্থ ও মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য হাতপাখার কোন বিকল্প নাই। ক্ষমতা পাগল বস্তুবাদী গোষ্ঠী আজ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে। কেউ কেউ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য পাগল পারা। এদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। নির্বাচনে যদি আমরা খেলার মতো খেলতে পারি, নির্বাচনের পরবর্তী সময় টা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের।
পরিশেষে তিনি বলেন, নতুনকে একবার সুযোগ দেন। ৫ বছর সময় দিতে হবেনা। একবছরে পারফরমেন্স ভালো না হলে আবার টেনে-হিছড়ে ক্ষমতা থেকে নামাই ফেলিয়েন। একবার সুযোগ দিয়ে দেখেননা, কী হয়? ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে হাতপাখার প্রার্থীগণ বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে হাতপাখার দাওয়াত দিয়ে যাচ্ছেন। নতুন প্রজন্মের আগ্রহ দেখে আমরা বলতে পারি হাতপাখার বিজয় কেউ ঠেকাতে পারবে না! ইনশা-আল্লাহ।