নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : মুজিব শতবর্ষ উপলক্ষে গলাচিপা যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রুপার বাড়ির মাঠে এই প্রীতি ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. শমসের আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর সহ- সভাপতি এবং নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, আব্দুর রশিদ, আওয়ামী যুবলীগ এর প্রচার সম্পাদক আলমগীর হোসেন, মানব জমিনের ফটো সাংবাদিক আলমগীর আজিজ ইমন, দিলিপ কুমার মোদক, দুলাল এলাকাস্থ গন্যমান্য ব্যক্তির্বগ। এ সময় ফুটবল ম্যাচে রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বিজয়।খেলায় রুপার বাড়ি ও মিয়া বাড়ি দলের ম্যাচে হাডাহাড্ডি লড়াই শেষে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৪-৫ গোলে রুপার বাড়িকে হারিয়ে মিয়া বাড়ি দল জয়ী হয়।
রুপার বাড়ি দলের খেলোয়ার হিসেবে উপস্থিত ছিলেন মো.পারভেজ (অধিনায়ক), সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অপু, মিরাজ, বাদল, বাবু, মিরাজ-২, মিতু, শহিদ, টিপু, রনি প্রমুখ। এ সময় খেলাটি উপভোগ করতে মাঠে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। খেলায় মিডিয়া পার্টনার ছিলেন নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম।এছাড়াও মিয়া বাড়ি বাড়ি দলের খেলোয়ার হিসেবে উপস্থিত ছিলেন তানভির (অধিনায়ক), রন্টি, সানজি, রাহাত, ভারত, ফয়সাল, সমির, সায়েম, প্রান্ত, জাহাঙ্গীর, সাকিব প্রমুখ। খেলা পরিশেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরুষ্কার তুলে দেয়া হয়।