হাজীগঞ্জে উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদে ও পূনঃ বহালের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিকবৃন্দ। ২রা নভেম্বর শনিবার বেলা ৩টায় শহরের প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ, বাংলাদেশ জুট কর্পোরেশনের ১৬জন বৈধ ভাড়াটিয়া/ক্রেতার শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মালিকদের আয়োজনে এ সংবাদ সম্মেলটি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, ওই সব শিল্প মালিকরা বাংলাদেশ পাট করপোরেশন থেকে দীর্ঘ মেয়াদী লীজ নিয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ জমিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ২৪ অক্টোবর সিটি করপোরেশন সেখানে অভিযান চালিয়ে তাদের স্থাপনা ভেঙ্গে দেয়। কিন্তু ওই জমি সিটি করপোরেশনের নয়। কোন ভাবে এই জমির সঙ্গে সিটি করপোরেশনের কোন যোগসূত্রও নেই। তারপরেও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়ে তাদের ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাজা বাবা সুইস্টিং মিলের স্বত্ত্বাধীকারী ইমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন, বেস্ট এসোসিয়েট এর হাজী আবদুর রউফ, রূপালী ফাইবার গ্লাসের মালিক আবদুর রহিম, আনোয়ার এন্ড ব্রাদার্সের মালিক হাজী নুর উদ্দিন চৌধুরী, নীলিমা কটনের মালিক হাজী নিজাম উদ্দিন, এমআর নিটিংয়ের মশিউর রহমান এবং ব্রাদার্স এন্টার প্রাইজের মালিক জহিরুল ইসলাম চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করা হয়,  জমিটি তারা ১৯৮৫ সালে বাংলাদেশ জুট করপোরেশন থেকে লীজ নিয়ে ব্যবসা করে আসছিলেন। তবে জমির মালিকানা নিয়ে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে মামলা চলমান রয়েছে। ওই জমির পাশে ঐতিহাসিক হাজীগঞ্জ কিল্লা অবস্থিত। কিন্তু কোন ভাবেই সেখানে সিটি করপোরেশনের কোন জমি নেই। স্থানীয় কাউন্সিলর জমশের আলী ঝন্টুও বিষয়টি তাদের নিশ্চিত করেছেন। সাংবাদিক সম্মেলনে এ সময় মোট ১৯টি প্রতিষ্ঠানের ৭ জন শিল্প মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় প্রত্বতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হাজীগঞ্জ দুর্গের চতুর্দিকে সমন্বিত উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানে  প্রত্নতত্ত্ব অধিদপ্তর আগারগাঁও আঞ্চলিক কার্যালয়ে পরিচালক রাখী রায়, উপ-পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, বাজার কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও নাসিকের  উল্লেখযোগ্য সংখ্যক পরিচ্ছনকর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত