হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তীর বাৎসরিক ওরশ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (র:) এর দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। শুক্রবার ( ০৩ মে) বাদ আছর ওরশ মোবারক উপলক্ষে হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (র:) এর মাজারে গিলাফ চড়ানো, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, আলমাছ আলী সরদার, মাসুদুর রহমান খসরু, মো. সায়েদুল ইসলাম শাকিল, মো. আলী রেজা রিপন, মো. শফিকুল ইসলাম লিটন, মো.  আজিজুর রহমান বাদল, আহসান উল্লাহ, ফরিদ হোসেন, মো. মহিউদ্দিন, ফরিদ হাওলাদার, মো. নুরুদ্দিন, জিলানী মাতবর, নূর ইসলাম সরদার,কদম আলী মস্তান (রা:) মাজারের খাদেম মো. সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত