নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বামীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা যৌতুক দাবি ও মারধরের অভিযোগ এনে মামলা করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ। সোমবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তিনি মামলাটি করেন। মামলায় জাসমিনের স্বামী আবু নকিবকে প্রধান আসামি করে আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- নকিবের ভাই আবু নাছের, বোন জুবরিয়া বেগম, অপর ভাই আবু নোমান সজল তার স্ত্রী শিরিন আক্তার হিরা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ মে আবু নকিবের সঙ্গে ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে জাসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের জন্য প্রায়ই জাসমিনকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু জাসমিন সামাজিক মর্যাদার কারণে বিষয়গুলো গোপন রাখেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, জাসমিনের স্বামী আবু নকিব হঠাৎ লম্বা দাড়ি ও চালচলন পরিবর্তন করে ইসলামী লেবাস ধারণ করে উগ্র মৌলবাদী সংগঠনে জড়িয়ে পড়েন। ইসলামের অনেক অপব্যাখা দিয়ে জাসমিনকে তার দলে নেয়ার চেষ্টা করেন। এছাড়া জাসমিনকে প্রায়ই হত্যার চেষ্টা করতেন। এর মধ্যে মোটরসাইকেল থেকে একবার ফেলে ও প্রায়ই ঘুমের মধ্যে হঠাৎ গলা টিপে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করতেন। তাছাড়া আবু নকিব কোমরের বেল্ট ও পায়ের বুট জুতা দিয়ে জাসমিনকে নির্যাতন করেন। এছাড়াও আবু নকিব গোপনে ইতিমধ্যে দুটি বিয়ে ও আরও বিয়ে করবে বলেও জাসমিনকে জানান। সম্প্রতি জাসমিনকে মারধর করে আবু নকিব পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ স্বামীর বিরুদ্ধে এই মামলার ব্যাপারে গণমাধ্যমকে জানান, স্বামী নকিব তাকে না জানিয়ে আরও দুইটি বিয়ে করেছেন। পরে তার খোঁজ-খবর নেওয়া বন্ধ করে দেন।
জাসমিন আহমেদ বলেন, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর আমার সাথে নকিব শেষ দেখা করে। সে সময় মারধর করে নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালকার, জমির দলিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে চলে যায়। যাওয়ার আগে আরো ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করেন বলেও তিনি অভিযোগ করেন। জাসমিন আহমেদ এই মামলার ব্যাপারে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
এদিকে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য প্রসিকিউটর জাসমিন আহমেদকে ৭ দিনের মধ্যে অভিযোগ সম্বলিত যথাযথ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালত।