নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লি. এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিরতণ ও মুক্তিযুদ্ধের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) পঞ্চবটি বধ্যভূমিতে সকালে প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনায় প্রধান অতিথি খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিকেএমইএ-এর পরিচালক খন্দকার সাইফুল ইসলাম বলেন, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের সেই আত্মত্যাগের ইতিহাস এই প্রজন্মকে জানাতে হবে। প্রত্যেক মা-বাবার দায়িত্ব মুক্তিযুদ্ধ সম্পর্কে সন্তানকে জানানো। তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি রচন প্রতিযোগিতার উপর জোর দেন।
বিশেষ অতিথি ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন বলেন, সমাজকে ভালো করতে সাংবাদিকরা অবদান রাখতে পারেন।
রণজিৎ মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী আক্তারুল কবীর সজল, জেলা উশু এসেসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মিজান প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আহমেদ, সদস্য সচিব কবিরুল ইসলাম, জেলা ফটো জার্নালিস্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী প্রমুখ।
দুইটি বিভাগে ৩জন করে ৬জনকে ক্রেস্ট প্রদান ও অংশগ্রহনকারী সব শিশুকে সনদ ও মগ উপহার দেয়া হয়। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবসায়ী সাইদুর রহমান রিপন, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রুহুল আমীন, আবুল হোসেন ও মোকারম সরদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগের চিন্তার নির্বাহী সম্পাদক এজাজ কোরেশী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী মেম্বার ইউসুফ আলী এটম, দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাব সেক্রেটারী আ. রহিম, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক ও আনন্দ টিভির সংবাদ দাতা সৈয়দ সিফাত লিংকন, সমিতির সহ সভাপতি আবুল হাসান, যুগ্ম সম্পাদক মনির হোসেন সুমন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, সদস্য গিয়াসউদ্দিন মৃধা, জুয়েল চৌধুরী, শেখ মাকসুদুর রহমান, ফরিদ আহমেদ বাঁধন, মো. মনির হোসেন, আনোয়ার হোসেন সজিব, মাহবুবুর রহমান খোকা, জিএ রাজু, এমএ সুমন, অজিত সাহা, মো. সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান তোতা।