নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৪ ফেব্রুয়ারী স্বজনের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে প্রস্তুতি সভা-আলোচনা ও শীতের সাহিত্য আড্ডা চারুকলা ইনষ্টিটিউট এর সংলগ্নে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী স্বজনের নিয়ে আলোচনা করেন সভাপতি- জাহাঙ্গির ডালিম, সহ সভাপতি- রাকিবুল রকি, মাসুদ রানা, সাধারণ সম্পাদক- খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- এনামুল হক প্রিন্স, শিক্ষা বিষয়ক সম্পাদক- আবুল খায়ের সিহাব, ক্রীড়া সম্পাদক- সুমন সরকার, তথ্য প্রযুক্তি সম্পাদক- সঞ্জয় দত্ত, সাংস্কৃতিক সম্পাদক- মো: ফয়সাল আলোচনায় সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বজনের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ রাজুকে নিয়ে কেক কাটা ও র্যালি করা এবং ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্ম বার্ষিকী জাক জমভাবে উদযাপন করা হবে।
আলোচনা সভায় পরে শীতের সাহিত্য আড্ডায় কবিতা পাঠ ও কবিতা নিয়ে আলোচনা করেন। এ সময় মর্গ্যাণ স্কুল এন্ড কলেজের প্রভাষক- গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মাহদী হাসান (সহ শিক্ষক)। কবিতা পাঠ করেন যারা প্রণিতা, পূজা, আসমা, রীমা আক্তার, ফাহিমা আক্তার, রিতু রায়, কানিজ ফাতিমা, সোহাগী আক্তার প্রান্ত দাস উপস্থিত ছিলেন ।