স্কুল ছাত্র রিতুল হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মৌন মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : বিদ্যা নিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রিতুল ঘোষ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবীতে শহরে মৌন মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সদস্যরা। রোববার (২৮ জুলাই) সকালে ভুইয়ারবাগ বিদ্যা নিকেতন হাই স্কুলের ছাত্র-ছাত্রী মৌন মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

এর আগে স্কুল প্রাঙ্গনে রিতুলের অকাল প্রয়ানে শোক সমাবেশের অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, শ্রেনী শিক্ষক তারক ঘোষ ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। শোক সভায়  নিহত রিতুলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তরা বলেন, রিতুলকে তার কয়েকজন দুষ্ট বন্ধু পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত শাস্তির দাবী জানানো হয়।

এদিকে বিদ্যা নিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুন, বিদ্যা নিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু ও শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও ছাত্রদের পক্ষে সৌরভ সাহা এক বিবৃতিতে রিতুল ঘোষ হত্যার সাখে জড়িত দোষীদের অভিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুলাই) রিতুল ঘোষ শহরের ৫নং ঘাট এলাকায় শীতলক্ষা নদীতে নিখোজ হয়। শনিবার (২৭ জুলাই) দুপুরে ফায়ার সাভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে রিতুলের শেষকৃত্য সম্পন্ন হয় মাসডাইর শশ্নানে। রিতুলের পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

add-content

আরও খবর

পঠিত