স্কুলের জমি দখলকারীদের বিরুদ্ধে রাজপথে নেমে মানববন্ধন কর‌বো

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শুধু সমাজের কর্ণধার হয়ে বসে থাকলাম আর সমাজের কাজ কিছু করলাম না এমন পদের আমার দরকার নাই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন না‌সিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকা‌লে লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,  সাংস্কৃতিক, মেধা এ+ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ মন্তব্য করেন শেখ নাজমুল আলম সজল। যি‌নি একাধারে ২৭ নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি।

বক্ত‌ব্যে শেখ নাজমুল আলম সজল অত্র স্কু‌লের ঝু‌কিপূর্ন ভবন এবং স্কু‌লের জ‌মি নি‌য়ে সৃষ্ট সমস্যার প্রসঙ্গ টে‌নে ব‌লেন, এই স্কুলটির সমস্যাগুলো সমাধানে আমরা বিভিন্ন সময় এমপি মহোদয়ের কাছে গিয়েছি, বেশ কয়েকবার এলাকার সবাইকে নিয়ে একতত্র বৈঠকের ব্যাবস্থা করেছি কিন্তু কোন এক‌টি অশুভ শক্তি বার বারই পিছন থেকে বাধা প্রদান করছে যেন এই স্কুলটির চলমান সমস্যার সমাধান না হয়। তারা এটা চিন্তা করেনা আজকে যদি স্কুলের এই ঝুকিপূর্ন ভবনটি ভুমিকম্পে ধ্বসে যায় আর এতে যদি এই কোমলমতী বাচ্চাগুলোর কোন দুর্ঘটনার শিকার হয় তাহলে সেই দায়ভার কে বহন করবে।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে যতবার গিয়েছি ততবারই তিনি আমাকে বলেছেন, তোমরা আমাকে শুধু স্কুলের ৪ শতাংশ জমি বুঝিয়ে দাও স্কুলের সরকারী অনুদান সহ ভবন করার দায়িত্ব আমার, কারন ৪ শতাংশ ভুমির ওপর স্কুল না থাকলে সরকার কোন অনুদান দেয়না।

কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, আজকে আমরা জনপ্রতিনিধি, সমাজপতি হয়েও স্কুলের এই সামান্য সমস্যার সমাধান করতে পারছিনা শুধু আমাদের মধ্যে ঐক্যতা নেই বিধায়। আর স্কুলের জমি দখল করে দোকান ভাড়া দিয়ে, ব্যাবসা করে ফায়দা লুটছে দখলকারীরা।

আগামী ১ মাসের মধ্যে স্কুলের সমস্যার সমাধান করতে না পারলে স্কুল কমিটির সভপতি পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়ে কাউন্সিলর নাজমুল আলম সজল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, শুধু সমাজের কর্ণধার হয়ে বসে থাকলাম আর সমাজের কাজ কিছু করলাম না এমন পদের আমার দরকার নাই। কাউন্সিলর মহোদয়সহ উপস্থিত সকলকে আমার কাছে শপথ করতে হবে যে আপনারা স্কুলের সমস্যা সমাধানে আমার পাশে থাকবেন। তাহলে আগামী ১ মাসের মধ্যে স্কুলের এই সমস্যার একটা সুষ্ঠু ও সুন্দর সমাধান করতে যা যা করনীয় সব আমি করবো।

আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এলাকার সকল মুরুব্বীদের নিয়ে স্কুলের জমি দখলকারীদের বিরুদ্ধে রাজপথে নেমে মানববন্ধন করবো। আর যদি সমাধান করতে না পারি তাহলে স্কুলের সভাপতি পদ থেকে পদত্যাগ করবো। কারন যেকোন সময় এই স্কুলের ভবন ধ্বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই দায়ভার আমি বহন করতে পারবো না।

আজকে এমন আধুনিক যুগে আমার এলাকার এই কোমলমতী শিক্ষার্থীরা একটি বন্দী খাচার মধ্যে মুরগীর খোয়ারের মতো একটা স্কুলে বন্দী থেকে পড়ালেখা করবে আর আমরা যারা দেওভোগসহ নারায়ণগঞ্জের নেতৃত্ব দেই তারা এর কোন সমাধান করতে পারবনো সেই সমাজপতিদের আজকে আমি এখান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।

২৬নং লক্ষ্মীনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হাবীবের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সামিনা নার্গিস, ২৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবক কমিটির সভাপতি চন্দনা খসরু, ৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কল্যান কমিটির সভাপতি মাহাববুল আলম চঞ্চল, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো: হারুন অর রশিদ চৌধুরী স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ২৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কল্যান কমিটির সাধারন সম্পাদক দীলিপ কুমার সহ আরো উপস্থিত ছিলেন হাসান মিঠু, নুরুল হক, আলী হোসেন, প্রদীপ, শ্যামল, তপন, হাসান মিঠু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত