নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : আজ ১৪ই মে শুক্রবার মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের দিন। কিন্তু করোনার মহামারির কারণে গত দুই ঈদের মত নানা বিধিনিষেধ ও শঙ্কার মধ্যে ঈদ উদযাপন করবে নারায়ণগঞ্জ সহ দেশবাসী। এই ঈদেও বড় জামাত করে নামাজ পড়া যাবে না। মসজিদেই পড়তে হবে ঈদের নামাজ। করা যাবে না কোলাকুলি ও করমর্দন।
তবে এত কিছুরও মধ্যেও জীবন বহমান। আর সেই বহমান জীবনে স্রোতেই মানবজাতিকে চলতে হয়। তাই তো ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি বেজেছে ঈদ উল ফিতরের আগের রাতেও। কেউ কেউ আবার ফুটিয়েছেন আতশবাজি। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ–উল–ফিতর নিয়ে বাঙ্গালি কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। বাঙ্গালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ।
এদিকে মাসব্যাপী সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ–উল–ফিতর উদযাপন করবে। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের পুরো মাস রোজা পালনের পর এখন জামাতে ঈদের নামাজ আদায়ের অপেক্ষায় রয়েছেন। ঈদের নামাজে একত্রিত হয় সমাজের সর্বস্তরের মানুষ।
সেখানে থাকে কোনো ভেদ–বিদ্বেষ, উঁচু–নিচু। সবাই একই সমতল ভূমিতে কাঁধে কাঁধ মিলিয়ে একাকাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর সামনে প্রার্থনা করেন। কামনা করেন কল্যাণ ও শান্তির। যেখানে কোনো উঁচু–নিচু মান–মর্যাদার বালাই থাকে না। কেউ বাদ যায় না। কেউ পিছু হটে না। এ যেন সাম্যের এক অর্পূব দৃশ্যের অবতারণা হয় মসজিদ কিংবা ঈদগাহে। তাই তো মসজিদ কিংবা ঈদগাহে হয়ে উঠে সামাজিক মিলন মেলা। এই ঈদেও বড় জামাত করে নামাজ পড়া যাবে না। তাই নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে ঈদের নামাজের সার্বিক প্রস্তুতি গ্রহন সম্পন্ন হয়েছে।
বছরে অন্তত ঈদের দিনে মানুষ সব ক্ষুদ্র, সংকীর্ণতা, তুচ্ছতা, হিংসা ও বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালবাসে। সর্বস্তরের মানুষের মধ্যে সামাজিক ঐক্য, সংহতি ও ভালবাসার নিবিড় বন্ধন সৃষ্টি হয়। আনন্দ উৎসবে প্রবাহিত হয় মানুষ হৃদয়, মন ও দেহে। ঈদের দিন সকল মুসলমান নতুন জামা–কাপড় পড়ে বন্ধু–বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া–প্রতিবেশিদের বাড়ি বাড়ি গিয়ে সালাম, শুভেচ্ছা বিনিময় করবে। কেউ কেউ ঈদের নামাজ পড়েই মৃত মা–বাবাসহ আত্মীয় স্বজনের কবর জিয়ারতের মাধ্যমে হারানো মানুষদের স্মরণ করে। এদিকে ঈদের নামাজের আগে সমাজের বিত্তবান লোক তার পরিবারের পক্ষ থেকে অভাব গ্রস্ত মানুষকে ফিতরা আদায় করবে।
গরিব–দু:খী ও অসহায়দের মাঝে ঈদের আনন্দের সুযোগ করে দেবে, এটাই ইসলামের বিধান। তবেই সমাজে পরিপূর্ণ ঈদের আমেজ ফিরে আসবে, সমাজ হয়ে উঠবে আনন্দ মুখর। থাকবে না কোনো মলিন চেহারা । বইবে শান্তি সুবাতাস।
এদিকে ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে। বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে টানা ৬ কিংবা ৭ দিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ঘোষণা দিয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন পত্র–পত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। ঈদের দিনের সুখ, সমৃদ্ধি, শান্তির কামনাই হোক প্রতিটি মুমিন বান্দার কামনা। পৃথিবীতে বিরাজ করুক জান্নাতি পরিবেশ। মানবজীবন হয়ে ওঠুক আনন্দময়। পরিশেষে একে অপরের সঙ্গে ভালবাসা ভরে উঠুক। অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক ! ঈদ মোবারক !! ঈদ মোবারক !!!