সোহেলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার শিল্পপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মালিকানাধীন প্যারাডাইস ট্রাভেলস এবং ফতুল্লা রি- রোলিং মিলস এর অর্থ আতœসাতের অভিযোগে গ্রেফতারকৃত ম্যানেজার সোহেলকে (৩৫) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এদিকে আদালতপাড়ায় সাংবাদিকরা গ্রেফতারকৃত সোহেলের ছবি তুলতে গেলে তার ছোট ভাই রুবেল সাংবাদিকদের বাধা দেয় এবং মারতে তেড়ে আসে।

জানা গেছে, বেশকিছুদিন যাবত পাওনা টাকা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এ নিয়ে তাল বাহানা করতে থাকে সোহেল। কয়েকদিন আগে এ বিষয়ে সোহেলকে চাপ প্রয়োগ করলে সে প্রতিষ্ঠানের একটি মূল্যবান ল্যাপটপ নিয়ে গাঁ ঢাকা দেয়। যার মূল্য ৭৫ হাজার টাকা। এর হিসেব না দিয়ে আত্মগোপন করে থাকে। এই ঘটনার ২মাস পরে শুক্রবার ৬৮ লাখ ৮৯ হাজার ৬শ ৪১ টাকা আত্মসাতের মামলায় সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত এ অর্থের ব্যপারে পুলিশকে কোন তথ্য দিয়ে সহযোগীতা করেনি সোহেল।ঢাকার মতিঝিলে অবস্থিত ওই ট্রাভেলসটির মালিক শিল্পপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। পুলিশ সূত্রে জানা গেছে, উল্লেখিত প্রতিষ্ঠানের এডমিন প্রশাসন ম্যানেজার সোহেলকে এ র্অথ আত্মসাতের মামলায় রিমান্ড চায়ো হবে।

মামলার অভিযোগে জানাযায়, ঢাকা প্যারাডাইস ট্রাভেলস থেকে বিভিন্ন দফায় সোহেল ৬৮ লাখ ৮৯ হাজার ৬শ৪১ টাকা আত্মসাৎ করেছে। ১৫ মে সে অফিসের একটি মূল্যবান ল্যাপটপ চুরি করেছে। তার কাছ থেকে হিসেব চাওয়া হলে সে আত্মগোপন করে থাকে। বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় মোহাম্মদ আলী নিজে বাদি হয়ে মামলা করলে পুলিশ সোহেলকে গতকাল গ্রেপ্তার করে।

সোহেল ঢাকা জেলার ডেমরা থানাধীন মধ্যপাড়া এলাকার বাবুল সিকদারের ছেলে। বাবুল সিকদার এক সময় দাড়োয়ান ছিলো। তবে বর্তমানে সোহেলদের ৬ তলা বাড়ি। প্যারাডাইস ট্রাভেলসে সোহেল নিজের ছোট ভাইকে বিনা বেতনে চাকরী দেয়। তবে এখন ধারনা করা হচ্ছে অর্থ আত্মসাতে সহযোগীতা করতেই সে নিজের ভাইকে অফিসে চাকুরী দেয়।

add-content

আরও খবর

পঠিত