সোমবার সেলিম ওসমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এমপি সেলিম ওসমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করবে ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দে। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় দিকে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের এর মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হবে। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।

তিনি বলেন, আমরা প্রথমে এসপি বরাবর একটি স্মারকলিপি দেবো। আজকেই দেয়ার কথা ছিল কিন্তু আমাদের ব্যবসায়ী সংগঠনের নেতা সাংসদ সেলিম ওসমান ওমরা পালন করতে সৌদি আরবে ছিলেন। তিনি ওমরা শেষে আজকে ফিরেছেন। তাই তার নেতৃত্বেই আগামীকাল আমরা স্মারকলিপি প্রদান করবো।

তিনি আরো জানান, আমরা বিষয়টাকে জটিল করতে চাই না। এ বিষয়ে এসপি সাহেবের সাথে একান্তে আমার কথা হয়েছে। আমরা চাচ্ছি যত সহজে এর সমাধান করা যায়। তাই আমরা আমাদের অভিভাবক ব্যবসায়ী নেতা সাংসদ সেলিম ওসমানের নেতৃত্বে এসপি সাহেবের কাছে একটি স্মারকলিপি দেবো। এসপির মাধ্যমেই বিষয়টি সমাধান হয়ে গেলে প্রধানমন্ত্রী বরাবর কোন স্মারকলিপি দিবেন না বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মোমিনুল ইসলাম জানান, এ বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই।

গত বুধবার (৩ এপ্রিল) বিকেলে শহরের চাঁনমারীতে অবিস্থত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় স্মারকলিপির বিষয়টি জানান খালেদ হায়দার খান কাজল। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর চাঁনমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আসন্ন রমজান উপলক্ষে দোকান মালিক ও পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে আয়োজিত সভায় ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ টিটু ও কাউন্সিলর নাজমুল আলম সজলকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা না হলে বাস, ট্রাক, দোকানপাট বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয় ব্যবসায়ীরা। কিন্তু সে আল্টিমেটাম থেকে সরে এসে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত সোমবার (১ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে ফতুল্লার পাগলায় অবস্থিত ভাসমান রেস্টুরেন্ট ও বার মেরি এন্ডারসন থেকে বিপুল পরিমাণ দেশী, বিদেশী মদ ও বিয়ারসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়। এই অবৈধ মাদক ব্যবসার পৃষ্ঠপোষক তানভীর আহম্মেদ টিটু এমনটাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে এ তথ্য জানান। এদিকে কাউন্সিলর নাজমুল আলম সজলের বিরুদ্ধে দেড় বছরের শিশু সাদমান সাকিকে অপহরণের অভিযোগ করেছেন শিশুটির পিতা সাবেক ছাত্রলীগ নেতা ওমর খালেদ এপন।

add-content

আরও খবর

পঠিত