নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : দৈনিক ভোরের সমাচার ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম এর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ও তেল চোর আশরাফ উদ্দিন মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় চাষাড়ার কেন্দ্রয় শহীদ মিনারে বন্দরের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন করা হবে। সকল পেশাদার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন সাংবাদিকবৃন্দ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে তেল চোরাকারবারীর মূল হোতা ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ইনচার্জ আশরাফ উদ্দিনের দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল ৬ জানুয়ারী ২০২০ ( সোমবার) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর এর চাষাড়া শহীদ মিনারে এবং আগামী ৭ জানুয়ারী (মঙ্গলবার) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিকবৃন্দ একটি মানব বন্ধনের আয়োজন করতে যাচ্ছে। উক্ত মানববন্ধনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি ও ক্যামারা পার্সন পাঠানোর জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আবদুল্লাহ আল মামুন সম্পাদিত দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর প্রথম পাতায় (সিদ্ধিরগঞ্জে মতির শেল্টারে সোর্স আশরাফের চোরাই তেলের ব্যবসা বেপোরোয়া) শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ১০ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকার একটি আদালতে ৫০০ ও ৫০১ ধারায় চোরাই তেল কারবারীর মূল হোতা আশরাফ উদ্দিন একটি মানহানী মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন এর কাছে তদন্তাধীন রয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, চোরাই তেল কারবারী আশরাফ উদ্দিন গোদনাইল এলাকার মেঘনা তেল ডিপোর ইনচার্জ এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি। এমন দায়িত্বে থেকে খুব সহজেই মেসার্স শরিফুল ট্রেডার্স নামে তার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিদিন ৭ থেকে ১০ ট্যাংকার লরী ধারা ৯ হাজার লিটার তেল পাচারের সঙ্গে সে যুক্ত ।