সোমবার না.গঞ্জের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আগামীকাল ১৭ই মে সোমবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না। ১৬ই মে রবিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ/গ্যাসের স্বল্পচাপ থাকবে।

add-content

আরও খবর

পঠিত