সোনারগাঁ পিরোজপুরে স্মার্টকার্ড পে‌তে ভোগা‌ন্তি‌তে ২৩ হাজার ভোটার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নবাসীর জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণে ভোগান্তিতে অত্র ইউনিয়নে ২৩ হাজার ভোটার।

জানা গেছে, স্মার্ট কার্ড বিতরণের পর্যায়ক্রমের ধাপ অনুসারে উপজেলার পিরোজপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ ১৬ মে থেকে শুর হবে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার বিশেষ আলোচনায় স্থান নির্ধারণ করা হয়েছে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে । এ নিয়ে ইউনিয়নবাসীদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া। সোস্যাল মিডিয়াগুলোতে (ফেসবুক, টুইটার, ইন্সট্রাগাম) চলছে দিনরাত সমালোচনার ঝড়। এ ব্যাপরে সোমবার (১৩ মে) সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর স্থান পরিবর্তনের আবেদন করেছেন পিরোজপুর ইউনিয়নের ভোটারগন ।

আবেদনে উল্লেখ করা হয়েছে, পিরোজপুর ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত কক্ষ এবং ইউনিয়ন পরিষদের মাঠ সাথে ঈদগাহ ময়দান তারপরেও নির্বাচন কর্মকর্তার স্থান নির্ধারণ করা হয় মেঘনা শিল্পনগরী স্কুল মাঠ ।

এলাকাবাসী জানায়, শুধু চেয়ারম্যানের এলাকার ৫ শতাংশ গ্রামবাসী ছাড়া বাকী প্রায় ৯৫ শতাংশ গ্রামবাসী গাড়িতে করে মেঘনা শিল্প নগরী স্কুলে যেতে হবে যা বর্তমান যানজটে নাকাল পরিস্থিতে ২৩ হাজার ভোটারের ভোগান্তির কারণ ।

এ ব্যাপারে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, নির্বাচন কর্মকর্তার সাথে আলোচনা করে মেঘনায় স্থান নির্ধারণ করা হয়েছে ।

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন , এই কাজে চারটি কক্ষের প্রয়োজন পিরোজপুর ইউনিয়ন পরিষদে চারটি কক্ষ নাই বিধায় মেঘনা স্কুলে দেয়া হয়েছে ।

add-content

আরও খবর

পঠিত