সোনারগাঁয়ে ৫১,৭০০ টাকা ও ইয়াবা সহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৩) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই মে মঙ্গলবার রাত ৮ টায় সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫১ হাজার ৭ শত টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী সোহেল সোনারগাঁ থানাধীন ভারগাঁও এলাকার আব্দুল মজিদের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।

১৯ই মে বুধবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী সোহেল পেশায় একজন রাজমিস্ত্রী। রাজমিস্ত্রী পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সে উক্ত এলাকার একজন ইয়াবা ডিলারের যোগসাজশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত