সোনারগাঁয়ে বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিকের দণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

তিনি জানান, উপজেলার আনন্দবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মেঘনা নদী থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর আশপাশের বিভিন্ন স্থাপনা ভেঙে যাচ্ছে। পরে সোমবার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাকিব মিয়া, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, সালাউদ্দিন, সুলতান মোল্লা, রুবায়েত হোসেন, রুবেল মিয়া, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, ফিরোজ মিয়া, ইউসুফ মোল্লাকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত