নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার খ-অঞ্চলের অতিরিক্ত পুলিশ খোরশেদ আলমের নেতৃত্বে সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সোনারগাঁ পৌরসভা, বৈদ্যেরবাজার, আনন্দবাজার, জামপুর, সাদিপুর সহ উপজেলার সকল ইউনিয়ণ পরিষদ কার্যালয় এবং জনবহুল স্থানে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নাম ঠিকানাসহ তালিকা বিভিন্ন দেয়ালে সাটিয়ে দেয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ(তদন্ত)হেলাল উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা, এসআই রাজু মন্ডলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়ারেন্ট ভূক্ত আসামীদের নামের তালিকা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
এসময় জনসম্মুখে ওয়ারেন্ট ভূক্ত আসামীদের নামের তালিকা প্রকাশের কারণ ও সুবিধা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, বাংলাদেশ পুলিশের জিবন্ত কিংবদন্তী, পুলিশের আইকন ঢাকা রেঞ্জের ডিআইজি শ্রদ্ধেয় ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম, পিপিএম) বার এর দিক নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ স্যারের পরিচালনায় আমি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ খোরশে আলম ও অন্যান্যদের সাথে নিয়ে অত্র থানা এলাকার জিআর, সিআর মামলাসহ সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নামের তালিকা জনবহুল স্থানে দেয়ালে দেয়ালে সাটিয়ে দিচ্ছি। যাতে করে ওযারেন্ট ভূক্ত আসামীদের চিহ্নিত করে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকরা আসামীদের গ্রেফতার করতে পুলিশকে সহযোগীতা করতে পারে।
তাছাড়া বিভিন্ন মামলার তদন্ত শেষে চার্জশীট দাখিলের পর আসামী যদি আদালতে হাজির না হয় বা আসামীকে ধরতে পুলিশ ব্যার্থ হয় তখন বিজ্ঞ আদালত আমীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। উক্ত ওয়ারেন্ট ভূক্ত আসামীরা অনেক সময় পলাতক থাকার কারণে বা দীর্ঘদিন বেশ পাল্টে বা পরিচয় গোপন করে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে বেড়ানোর কারণে পুলিশের আন্তরিক প্রচেষ্টার পর তাদের গ্রেফতার করতে দীর্ঘদিন অতিবাহিত হয়। তাই স্বল্প সময়ে আসামীদের গ্রেফতার করার জন্য জনগণের সহযোগীতা কামনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।