সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজম্ব সংবাদ দাতা) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। শনিবার (২৩মে) দুপুরে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সরোয়ার আলম বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের মধ্যে তিতাসগ্যাস এর প্রায় ১০ হাজার অবৈধ সংযোগের লাইনটি সম্প্রতি বিচ্ছিন্ন করা হয়েছে। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের নেতৃত্বে আবারও রাতের আঁধারে সংযোগ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই অবৈধ ১০ হাজার সংযোগের ফলে সরকারের প্রতি মাসে কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ও বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হকের নেতৃত্বে একটি সিন্ডিকেট স্থানীয় প্রশাসন ও তিতাসগ্যাস কোম্পানির কর্মকর্তাদের ম্যানেজ করা হবে এই মর্মে প্রতিটি গ্রামে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে গ্রাহক প্রতি গোপনে কয়েক কোটি টাকা উত্তোলন করে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সরকারের একটি গোয়েন্দা সংস্থা, তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানতে পেরে বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের বিরুদ্ধে গত সপ্তাহে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির প্রধান কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে লিখিতভাবে অবহিত করেন ।

সর্বশেষ গতকাল শনিবার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের নেতৃত্বে অবৈধ গ্যাস পূর্নরায় সংযোগ দেওয়া হচ্ছে বলে তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এসব বিষয়ে জানতে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফকে একাধিকবার তার মুঠোফোনে ব্যবহৃত নাম্বারে কল করা হলে সংযোগ স্থাপন না হওয়ায় কোন মন্তব্য জানা যায়নি।

তবে বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক জানান, বারদী ইউনিয়নের সাবেক মেম্বার ও জাতীয় পার্টি নেতা রফিক এ গ্যাস সংযোগ নিয়ে কাজ করছে। গ্যাস সংযোগের বিষয়ে আমি আগেও নেই পিছনে নেই।এগুলো আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে থানায় অভিযোগের বিষয়টি আমি জানি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মনিরুজ্জামান মনির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি । এবিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ।

add-content

আরও খবর

পঠিত