সেই ক‌রোনা বীর খোর‌শেদ‌কে বি‌য়ে কর‌তে ব্লাক‌মেই‌লিং ও হত‌্যার হুমকি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আলোচিত সেই ক‌রোনা বীর কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ব্লাক‌মেই‌লিং করে তাকে বিয়ে করার জন্য তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং তার স্ত্রীসহ পরিবারের সকলকে একজন নারীর পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ২৪ই এপ্রিল শনিবার রাতে ওই নারী ব্ল্যাক মেইলারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সস্ত্রীক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানান কাউন্সিলর খোরশেদ। তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা লাইভের শেষের দিকে তিনিও কথা বলেন এবং এ সময় রাষ্ট্রের কাছে তার স্বামী ও পরিবারের নিরাপত্তা দাবি করেন ।

তিন সন্তানের জননী ওই নারী গত ছয় মাস ধরে কাউন্সিলর খোরশেদ ও তার পরিবারকে অতিষ্ঠ করার পাশাপাশি নানা জায়গায় মিথ্যা প্রপাগন্ডাও ছড়াচ্ছেন। খোরশেদ ও তার পরিবার এসব ঘটনায় এখন মানসিকভাবে বিপর্যস্ত। এরপরও তিনি তার সব সামাজিক কার্যক্রম চালু রেখেছেন।

ফেসবুক লাইভে জানানো হয়, সাইদা শিউলি নামে এক নারী ভয়ঙ্কর চরিত্রের অধিকারী। তার সঙ্গে প্রশাসন ও উচ্চ মহলের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ ব্যক্তিদের চলাফেরা। তিনি একজন ব্যবসায়ী এবং তিনবার বিয়ে করেছেন। ওই নারীর দুই সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং এক মেয়ে দশম শ্রেণিতে পড়ে।

ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে খোরশেদ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি করোনার শুরু থেকেই করোনায় আক্রান্তদের সেবা দিয়েছি ও সম্মুখে থেকে লডাই করে দাফন সৎকার কার্যক্রম পরিচালনা করেছি। এক পর্যায়ে গত মে মাসে আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হই। এ সময় অক্সিজেনের অভাবে আমার স্ত্রীকে এক পর্যায়ে আইসিইউতে ভর্তি করতে হয়। এ সময় বাংলানিউজের একটি সংবাদের নিচে ওই মহিলা কমেন্ট করে জানান যে তিনি অক্সিজেন দিতে চান এবং আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার দেন। তখন থেকেই তিনি আমার সঙ্গে ফেসবুকে বন্ধু তালিকায় যুক্ত হন এবং কথা বলা শুরু করেন।

এক পর্যায়ে আমি বুঝতে পারি তার মতলব ভিন্ন। আমি তাকে তখন দূরে সরাতে চেষ্টা করি এবং বোঝাই। তার ভার্সিটি পড়ুয়া ছেলেকেও আমি ঘটনা জানাই, তখন সে আমাকে বলে তার মা হয়তো দুষ্টুমি করছে এরকম কিছু সম্ভব নয়। কাজ হবেনা বুঝে আমি নভেম্বর-ডিসেম্বরে তার ভগ্নিপতিকে জানাই। এতে তিনি আরও ক্ষুব্ধ হয় এবং আমার পেছনে উঠেপড়ে লাগেন।

খোরশেদ আরো বলেন, সম্মানকে ভয় পাই বলেই এতদিন মুখ খুলিনি। আমি ধৈর্য্য ধরেছি কারণ আল্লাহ হয়তো একটি ফয়সালা করবেন। তবে দুই দিন আগে নারায়ণগঞ্জের স্থানীয় দুটি পত্রিকায় আমাকে জড়িয়ে এ সংক্রান্ত নিউজ হওয়ায় আমি নিজেই বিষয়টি সবার কাছে বলতে এসেছি।  আমার পাশে থাকার জন্য আমি সাংবাদিক, আমার রাজনৈতিক সহযোদ্ধা ও প্রতিপক্ষের কাছে কৃতজ্ঞ।

খোরশেদ বলেন, গত ২১ই জানুয়ারির পর থেকে হোয়াটস অ্যাপে, ম্যাসেঞ্জারে, টেলিফোনে আমাদের হুমকি দিচ্ছেন এবং হত্যার হুমকি জানাচ্ছেন ওই মহিলা। আমার পরিবারের সবাইকে মারাত্মক মানষিক অত্যাচার করছেন। সর্বশেষ আমার স্ত্রী ও সন্তান নকিবকে তুলে নিয়ে হত্যা করবে বলেও হুমকি দেন। আমি এসব ঘটনায় শুরু থেকেই সরকারি সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে জানিয়েছি এবং অবহিত করেছি। বিভিন্ন ঘটনা ঘটার পর পরই তাদের অবহিত করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে খোরশেদ বলেন, আমার বাড়ি একটি মরা বাড়ি হয়ে গেছে। একের পর এক লাশ দাফন করি। আবার আমার বাচ্চাদের থেকে এসব কারণে লুকিয়ে থাকতে হয়। ওদের জীবনের ভয়ে আছি আমি। আমার ছেলে মেয়ে আমার চিন্তায়, পারিবারিক অশান্তিতে অসুস্থ হয়ে গেছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনার কারণ কি? আমি এসব থেকে মুক্তি চাই আল্লাহর সাহায্যের মাধ্যমে।

তিনি আরো বলেন, বিভিন্ন মানুষকে ব্যবহার করে তিনি আমাদের জ্বালাতন করতেন। এতদিন কষ্ট সহ্য করেছি, আর পারছিনা। অনেকে লজ্জায় আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন না। আপনাদের কাছে এ ঘটনার বিচার চাই। সাংবাদিক ভাইরা লেখনি ও প্রচার প্রচারণার মাধ্যমে আমাকে এ অবস্থা থেকে বাঁচান। আমি এ নির্যাতন থেকে মুক্তি চাই। আমি আমার পরিবারের কাছেও ক্ষমা চাই এসব ঘটনায়।

খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা বলেন, আমাদের ওয়ার্ডের সচিবকে ফোন দিয়ে বলেছেন আমাকে ও আমার পরিবারের সবাইকে হত্যা করবে। আমার সাথে তার সব কথার রেকর্ড আছে। সাংবাদিকসহ যে কেউ চাইলে আমরা এসব রেকর্ডিং দেব। রাষ্ ট্রের কাছেআমি আমার স্বামী ও পরিবারের নিরাপত্তা চাই ।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৯ই মার্চ জীবনের মায়া ত্যাগ করে করোনার শুরু থেকেই করোনা যুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মাঠে নেমেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার এ কাজে প্রথমে তিনি একা থাকলেও আজ অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি নিজেই গঠন করেছেন টিম খোরশেদ।

তিনি করোনায় আক্রান্তদের দাফন-সৎকার, করোনাকালীন লকডাউনে ঘরে ঘরে খাদ্য বিতরণ, করোনার শুরুতে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, অনলাইন অফলাইনে মানুষকে ঘরে থাকতে ও সচেতন করতে নানা কার্যক্রম হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড সাবান তৈরী ও বিতরণ, সরকারী ও নিজস্ব উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে সবজি বিতরণ, ভর্তুকি মূল্যে ডিম ও খাদ্য সামগ্রী বিক্রি, টেলি মেডিসিন সেবা, অক্সিজেন সার্পোট, এমবুলেন্স সার্পোট, প্লাজমা  ডোনেশনসহ নানা কার্যক্রমে তিনি সর্বত্র আলোচিত।

তার এ যুদ্ধে সাহস পেয়েছে পুরো দেশ এবং একে একে এগিয়ে এসেছে অনেকেই এসব কার্যক্রমে। অনুপ্রেরণার উৎস হিসেবে খোরশেদ যেন এক নতুন সৈনিক যে কিনা অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রেখেছেন।

তার এ কার্যক্রমে এখন পর্যন্ত ২০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ, অগনিত মাস্ক বিতরণ, শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন, নিজের তৈরী ৫০ এমএল এর ৬০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ২৫০ এমএল এর ১০ হাজার বোতল লিকুইড সাবান প্রস্তুত ও বিতরণ, ১৫৩ জন ব্যক্তির (ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, কক্সবাজার) দাফন ও  সৎকার (২ই মার্চ ২০২১ পর্যন্ত তথ্য), ৬ হাজার পরিবারের মাঝে সরকারি ত্রাণ (চাল-আলু / চাল-ডাল)  বিতরণ, শুভাকাংখীদের সহযোগিতায় ঈদ-উল ফিতর ২০২০ এ ৬ হাজার ৭শ পরিবারকে টিম খোরশেদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, লবন, চিনি ও সেমাইয়ের প্যাকেজ) উপহার বিতরণ, ১০ হাজার পরিবারকে সবজি বিতরণ (পরিবার প্রতি ৩ কেজি), ১০ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে ১১ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ৩০ শতাংশ ভর্তুকিতে ১৫শ মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে টাইম টু গীভ এর সহায়তায় প্রথম দিনে ৩ টাকা ও দ্বিতীয় দিন থেকে ২ টাকা হারে পরিবার প্রতি ৬টি করে ৪০ হাজার ডিম বিতরণ, দূর্গা পূজায় ২ হাজার হিন্দু পরিবারকে টিম খোরশেদের খাদ্য সামগ্রী( চাল, ডাল, লবন) উপহার প্রদান, ১০৪ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে বিনামূল্যে প্লাজমা ডোনেশন, বিনামূল্যে ১৯২ জনকে অক্সিজেন সাপোর্ট প্রদান, ৮৯ জনকে মডেল গ্রুপের সহায়তায় ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান, টাইম টু গীভ ও নুর সুফিয়া ফাউন্ডেশন এর সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ৩৭ জনকে শিক্ষা সহায়তা প্রদান, করোনায় কর্মহীন হয়ে পড়া ২০ পরিবারকে টাইম টু গীভ ও প্রিসিলা ফাউন্ডেশন, কুইক রেসপন্স ১২, হেল্প দ্যা ওয়ানস ইন নিড ও ইপিলিয়ন ফাউন্ডেশন এর সহায়তায় সেলাই মেশিন প্রদান ও ১০ যুবককে ফুড রাইডিংয়ের জন্য বাইসাইকেল প্রদান করা হয়। (সকল তথ্য ৬ মার্চ ২০২১ পর্যন্ত)।

এদিকে এসব কাজ করতে গিয়ে তিনি, তার স্ত্রী এবং তার কয়েকজন টিম মেম্বার করোনায় আক্রান্ত হয়েছেন। তবুও যুদ্ধটা থেমে যায়নি বরং সুস্থ হয়ে নিজেরাই প্লাজমা দিয়েছেন এবং পুরোদমে আবারো কাজ করেছেন। খোরশেদ নিজেই ৩ বার প্লাজমা দিয়েছেন।

তার এ কাজে তাকে সহায়তা করেছেন প্লাজমা টিমে খন্দকার নাঈমুল আলম, আরাফাত খান নয়ন, ইসতিয়াক সাইফি, শাহেদ আহমেদ, রিজন আহমেদ, অক্সিজেন টিমে এসএম কামরুজ্জামান, দাফন টিমে হাফেজ শিব্বির, আশরাফুজ্জামান হিরাশিকো, হাফেজ মো. রিয়াদুর রহমান রিয়াদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মো.জুনায়েদ, আক্তার শাহ, আয়ান আহমেদ রাফি, আল-আমিন খান, রফিক হাওলাদার, মাসুদ আহম্মেদ, আফতাব, মেহেদী রাজু, লিটন মিয়া, শফিউল্লাহ রনি, নাঈম মোল্লা, সেলিম মোল্লা, শহীদ ও রানা মুন্সী, ত্রাণ টিমে জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, নাজমুল কবীর নাহিদ, আওলাদ হোসেন, রিটন দে, শওকত খন্দকার, রানা মুজিব, মাসুদ রানা, নারী টিমে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর স্ত্রী আফরোজা খন্দকার লুনা, মেম্বার রোজিনা আক্তার, উম্মে সালমা জান্নাত, শিল্পী আক্তার, রাণী আক্তার, দিলারা মাসুদ, রহিমা শরীফ, টেলি মেডিসিন টিমে ডা. জেনিথ, ডা. ফায়জানা ইয়াসমিন স্নিগ্ধা, ডা. আরিফুর রহমান, ডা. খাদিজাসহ ১০ জন চিকিৎসক। পুরো টিমের সচিবের দায়িত্ব পালন করেছেন আলী সাবাব টিপু। বিভিন্ন টিমে সর্বমোট ৬০ জন স্বেচ্ছাসেক দিন রাত কাজ করেছেন। বর্তমানেও টিম খোরশেদ এর ১০০% ফ্রী দাফন-সৎকার, অক্সিজেন, প্লাজমা, এম্বুলেন্স, ভ্যাকসিন রেজি: সহায়তা চলমান। এদিকে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর কার্যক্রম এখন চলমান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত