নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : শিশু শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে আদর, স্নেহ, ভালোবাসা । সেই শিশুরাই অনেক সময় টোকাই, পিচ্চি বা সুবিধা বঞ্চিত হিসেবে আমাদের কাছে পরিচিত। দুই মুঠো ভাতের জন্য পথে পথে ঘুরেই যাদের জীবন কেটে যায়। একটু হাসি, একটু বিনোদন যেন তাদের জন্য আকাশ ছোয়া। আর এসব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়েই অনুষ্ঠিত হল বসুন্ধরা এলপি গ্যাসের ব্যতিক্রমী আয়ােজন।
শুক্রবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটিস্থ এডভেঞ্চার ল্যান্ড পার্কে বসুন্ধরা এলপি গ্যাস-এর আর্থিক সহায়তায়, ঢাকা শহরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বি-থাটিন এর উদ্যোগে, স্বপ্নের রাজ্যে একদিন- অনুষ্ঠানটি করা হয়। এ অনুষ্ঠানে ৭০জন সুবিধা বঞ্চিত শিশুদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেন আয়ােজকরা। শুভেচ্ছা বিনিময় ও পরিচয় র্পব শেষে শিশুরা পার্কটির বিভিন্ন রাইডে উঠে খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভােগ করে।
এ প্রসঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস জাকারিয়া জালাল জানান, আমাদের প্রতিযোগী ও ব্যবসায়ীরা যারা আছেন তাদের নিয়ে আমরা একটু ভিন্ন ধরণের চিন্তা ভাবনা করে থাকি। যারা সুবিধাবঞ্চিত শিশু, তাদের জন্য আমাদের কিছু করা উচিৎ। সে রকম একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা চিন্তা করলাম অত্র অঞ্চলের যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের জন্য কিছু করা। তাদেরও তো একটা ইচ্ছা থাকে। যে তারা একদিন এই পার্কে ঘুড়বে। অনেক আনন্দ করবে। এজন্য আমরা (স্বপ্নের রাজ্যে একদিন) এই ছোট্র একটা টাইটেলের মাধ্যমে উদ্যোগটি নিয়েছি।
তিনি আরো বলেন, ঢাকায় অনেক শিশু বিনোদন কেন্দ্র আছে। যে গুলোকে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের শিশুরা কাছ থেকে দেখতে পাচ্ছে যা সুবিধাবঞ্চিত শিশুরা পারছে না একথা চিন্তা করে একদিন হলেও শিশু পার্কে বা অন্য যেকোন এমিউজমেন্ট পার্কে তারা যেতে পারবে সেই সুযোগ করে দিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়ােজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ সেলস জাকারিয়া জালাল এবং এজিএম সেলস আতাউর রহমানসহ বসুন্ধরা গ্রুপের মিডিয়া এবং পি.আর সেক্টর ম্যানেজার কাজী রােকন উদ্দিন , ব্র্যান্ড ম্যানেজার সজীব রাজ বর্মন।