নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খাদিজা ইয়াসমিন আশার কুলখানিতে অংশ গ্রহন করায় নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতা-কর্মী ও পেশাজীবিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলু।
তিনি ১০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তার বড় মেয়ে ও নিউজ নারায়ণগঞ্জ পরিবারের সদস্য এবং দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীবের ছোট বোন খাদিজা ইয়াসমিন আশা দীর্ঘ প্রায় ৫ বছর যাবত মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে গত ৬ জুলাই দিবাগত রাত ৮:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মরহুমার আত্মার মাগফেরাত কামনার জন্য গত ৯ জুলাই বাদ আসর মাসদাইর কবরস্থান জামে মসজিদে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জের সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, দৈনিক ডান্ডি বার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন সম্পাদক কাজী মো: ইসলাম মিয়া, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, কনজ্যুমার রাইটস সোসাইটি নারায়ণগঞ্জের সাবেক সভাপতি মো: আলী হায়দার, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিন আহাম্মদ, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন দিনার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, আনন্দ ধাম-এর নির্বাহী পরিচালকসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনলাইন পত্রিকার সম্পাদক ও কর্মীবৃন্দ এবং নানা পেশার মানুষ উপস্থিত হয়ে আমার মরহুম মেয়ের জন্য দোয়া করায় আমি সকলের প্রতি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা আমার মেয়েকে যেন বেহেশত বাসী করেন এই জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
এছাড়াও খাদিজা ইয়াসমিন আশার চিকিৎস্বার্থে বিভিন্ন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে নারায়ণগঞ্জÑ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান ক্রান্তিলগ্নে নিজে গুরুতর অসুস্থ্য থাকা স্বত্ত্বে ও স্বশরীরে আমার বাসায় উপস্থিত হয়ে আমার মেয়ের চিকিৎসার জন্য এককালীন পাঁচ লক্ষ টাকার চেক প্রদান সহ উন্নত চিকিৎসার সকল খরচের আশ্বাস প্রদান করায় বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জের স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাসমূহ আমার দুর্দিনে আমার পাশে থেকে সার্বক্ষনিকভাবে আমার মেয়ের চিকিৎসার খোজ খবর রাখায় এবং সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় আমি সাংবাদিক পরিবারের সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।