সালাম খন্দকার সেলিমের অপপ্রচারে নিজাম ও ইরফানের নিন্দা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ফেসবুকে সালাম খন্দকার সেলিমের অপপ্রচার দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাসিক ১৩নং ওয়ার্ড মাসদাইর আওয়ামীলীগের সহ সভাপতি এবং শ্রমিক নেতা খাজা ইরফান আলী ও ১৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন। ২৪ই মার্চ বুধবার রাতে যৌথ বিবৃতিতে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাম খন্দকার সেলিম নামে একটি আইডি থেকে আমাকে ও ১৩নং ওয়ার্ড মাসদাইর আওয়ামীলীগের সহ সভাপতি ও শ্রমিক নেতা খাজা ইরফান আলী সমাজে হেয় প্রতিপন্ন করার মানসিকতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যা মোটেও সত্যি নয়। তাছাড়া অনেক তথ্য বিভ্রাট রয়েছে।

প্রকৃতপক্ষে, ওইদিন আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জিয়ারত করতে যাই। আর সেদিনই কাকতলিয়ভাবে নাসিক মেয়র সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ একই স্থানে টুঙ্গিপাড়ায় যায়। তবে এ বিষয়টাকে নিয়ে একটি কুচক্রিমহল ভিন্নরূপ ধারণ করার ব্যর্থ চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ এর সাথে আমাকে জামাত-বিএনপির লোক বানানোটা নেহাত বোকামী ছাড়া আর কিছু হতে পারে না।

উল্লেখ্য, ফেসবুকে সালাম খন্দকার সেলিম নামের আইডিতে পোস্ট দেয়া মন্তব্যটি পাঠকের জন্য হুবুহু দিয়ে দেয়া হল :প্রসঙ্গত, সালাম খন্দকার সেলিম নামের আইডিতে দেখা গেছে, নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গেই তার ছবি রয়েছে। এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সালাম খন্দকার সেলিম ওই ফেসবুক আইডিটি ব্যবহার করেন বলেই ধারণা করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত