সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের ছেলেকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কবুতর নিয়ে বিরোধের জের ধরে জাতীয় ফুটবল দলের সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউসের ছেলে উৎসকে (১৭) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ফতুল্লার গাবতলী মাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে।

আহত উৎস জানায়, বাসার ছাদ থেকে একটি কবুতর উড়ে নিচের বাসার উপর পড়ে। আমি তখন নিচে গিয়ে কবুতর চাইলে প্রতিবেশী নাজিম, নিজাম, দিদার, জামাল বলে যে আমার বাবাকে ডাক দিতে। আমি বাবাকে ডাক না দেয়ায় আমাকে এলোপাথারিভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে কোনভাবে পালিয়ে আমি বাসায় গেলে আমাকে আমার বাবা হাসপাতালে নিয়ে আসে।

উৎসের বাবা সাবেক জাতীয় দলের ফুটবলার গোলাম গাউস বলেন, আমার সাথে তাদের কোন পারিবারিক রেষারেষি ছিল না। উৎসের শরীরে মোট ২৭টি আঘাতের চিহ্ন আছে। তাকে নির্মম ভাবে মারধর করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত