নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সুজন (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহের রাজেউন। শনিবার রাত আড়াইটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ রবিবার (৫ জানুয়ারি) বাদ জোহর বাবুরাইল জামে মসজিদে নামাজে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।
শারফুদ্দিন সুজন স্বৈরাচার বিরোধি আন্দোলনে স্কুল জীবনে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। এছাড়াও কিশোর বয়সে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে প্রচারিত লিফলেট বিলি করতেন। তখন এরকম কর্মসুচি প্রকাশ্যে পালন করা ঝুকি ছিল বলে কিশোরদের মাধ্যমে লিফলেট বিলি করা হতো।
এছাড়াও সুজন সমাজ সেবা মূলক কাজে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে ভয়াবহ বন্যা ও পরবর্তী পুনর্বাস কার্যক্রমে অংশ নেন সূর্য্য সৈনিক নামে সংগঠনের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনরর সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুও খবর শুনে বাবুরাইলে শরফুদ্দিনের নিজ বাড়িতে নারায়ষগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, প্যানেল মেয়র বিভা হাসান, শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদ, সাবেক প্যানেল মেয়র মনির হোসেন, ব্যবসায়ি নেতা ও মিন্নত আলী র: মাজার শরিফের সভাপতি শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম, মহানগর যুবলীগ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, দেওভোগ ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈনিক দলের নেতৃবৃন্দ শারফুদ্দিনে মরদেহ দেখতে যান। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করেছেন।