নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি শোক প্রকাশ করেছেন।
৪ঠা নভেম্বর সন্ধ্যায় এক শোক বার্তায় জানান, নেতৃদ্বয় বলেন, সাদেক হোসেন খোকা বাংলাদেশের একজন কীর্তিমান মহানায়ক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধসহ বহু আন্দোলন সংগ্রামের অগ্রপথিক ছিলেন তিনি। ঢাকা সিটির আধুনিকায়নে মেয়র খোকার বিভিন্ন যুগান্তকারী উন্নয়নের পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। দেশ ও দলের প্রতি ওনার কল্যানময় ত্যাগের কথা বিএনপি ও দেশের জনগন আজীবন স্বরন রাখবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তালা সাদেক হোসেন খোকাকে জান্নাত নসিব করুন। (আমিন)।
এদিকে সাদেক হোসেন খোকার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন এর পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
উল্লেখ্য, এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন । বাংলাদেশ সময় ৪ঠা নভেম্বর সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৩ টায়) সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেন।