সাংসদ শামীম ওসমানের দেহরক্ষীকে বদলি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ) আসনের সাংসদ শামীম ওসমানের দেহরক্ষী পুলিশ কনস্টেবল মো. মামুন ফকিরকে কিশোরগঞ্জ বদলি করা হয়েছে। চাকরিবিধি লঙ্ঘন করার অভিযোগে তাকে বদলি করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্তও চলবে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা কনস্টেবল মামুন ফকিরের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পান এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাঁকে কিশোরগঞ্জ বদলির আদেশ দেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলে নির্দেশ দেন।

সুবাস চন্দ্র সাহা বলেন, তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামুন সাংসদ শামীম ওসমানের দেহরক্ষী হলেও তাঁকে প্রায়ই অয়ন ওসমানের দেহরক্ষী হয়ে বিভিন্ন স্থানে দেখা গেছে।

জেলা পুলিশ লাইনস সূত্রে জানা গেছে, কনস্টেবল মামুন ২০০৭ সালের ২২ আগস্ট পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০১৩ সালের ৪ নভেম্বর থেকে নারায়ণগঞ্জে যোগ দেন। এরপর থেকে তিনি এমপি শামীম ওসমানের দেহরক্ষী হিসেবে নিয়োজিত আছেন।

এর আগে কনস্টেবল মামুন এপিবিএন চট্টগ্রামে ছিলেন। কনস্টেবল মামুন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে পুলিশ লাইনসে কোনো রিপোর্ট না করে চলাফেলা করেন। নিয়ম অনুযায়ী, ডিউটিতে থাকা ছাড়া বাকি সময় পুলিশ লাইনসে হাজির থাকার নিয়ম। শামীম ওসমানের দেহরক্ষী হওয়ার পর থেকে কনস্টেবল মামুন কোনো দিন পুলিশ লাইনসে রিপোর্ট করেননি।

add-content

আরও খবর

পঠিত