সাংবাদিক রোজিনাকে হেনস্থা, না.গঞ্জ সিটি প্রেসক্লাবের নিন্দা ও কঠোর হুশিয়ারী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। তাছাড়া একজন প্রতিষ্ঠিত সংবাদকর্মীকে অযৌক্তিক মামলা দিয়ে হয়রানি এবং নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে কঠোর হুশিয়ারী দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানায়, একজন সাংবাদিকের মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা। আর সেই অধিকার আদায় করতে গিয়ে রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। এই ঘটনায় আমরা সকল সাংবাদিক সংগঠনের প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করছি।

পাশাপাশি তাদের দেয়া কর্মসূচি সফল করতে আমরা বিচ্ছিন্নভাবে অংশগ্রহন করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী ও রোজিনা ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে সিটি প্রেসক্লাব এর সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন সহ কঠোর পদক্ষেপ নিতে রাজপথে আন্দোলনের পথ বেছে নিবে।

add-content

আরও খবর

পঠিত