সাংবাদিক রাসেলের মায়ের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সাংবাদিক রাসেলের মা মরহুমা সামশাদ বেগমের তৃতীয় মৃত্যু বার্ষিকী ২৫ জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন খানি খতম শেষে নতুন জিমখানায় নিজ বাসায় মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিকালে মরহুমার কবর জিয়ারত করা হয়েছে।

মরহুমা সামশাদ বেগম নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (রেজি:নং:ঢাকা-৪৪৬০) সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আমাদের পথের সময় পএিকার প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল পথের সময় ডটকম এর প্রকাশক, সম্পাদক তৌকির আহমেদ রাসেলের মা। সাংবাদিক রাসেলের মা মরহুমা সামশাদ বেগমের জন্য তার পরিবার সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্হ্য থাকার পর ২০১৬ সালের ২৫ জুলাই সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে শহরের নতুন জিমখানাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে ও তিন ছেলেসহ অনেক গুনগাহি রেখে গেছেন।

add-content

আরও খবর

পঠিত