সাংবাদিক পেশার সম্মান বৃদ্ধিতে নজর দিন : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ শাখা নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (২০ মে) দুপুর ১২ টায় লিংক রোডস্থ জেলা পরিষদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়। এসময় তি‌নি ২০১৯-২০ ব‌র্ষের জন্য নতুন কমিটিকে অভিনন্দন জানান। এবং নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

তিনি ফটো সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ইদানিং অনুষ্ঠানে অনেক বেশি সাংবাদিক উপস্থিত থাকে। আবার তাদের কিছু না দিলে মনক্ষুন্ন হয়। আবার কখনও দিলেও ভালো কোন সংবাদ মাধ্যমে সংবাদ আসেও না। রিতিমত তাদের আচরণে বিষ্মিত হয়ে যাই। এ বিষয় গুলো যে ভাবে সমাধান করলে সাংবাদিক পেশার সম্মান বৃদ্ধি হবে সে দিকে নজর রেখে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন জেলা পরিষদের চেয়ারম্যান। পরিষদের নিয়মের মধ্যে রেখে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনেকে তার সর্বোচ্চ সহযোগীতা থাকবে বলে জানান।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যানকে এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, ক্রীড়া সম্পাদক হাসান-উল-রাজিব ও সাবেক ক্রীড়া সম্পাদক সোহেলা রানা।

add-content

আরও খবর

পঠিত